Naoda

নওদায় বিরামহীন কোন্দল তৃণমূলের

দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০২:০৬
Share:

প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচন সামনে। দলীয় কর্মীদের চাঙা করতে কর্মিসভার আয়োজন করছে বিভিন্ন রাজনৈতিক দল। থেমে নেই তৃণমূলও। তারাও কর্মিসভা করেছিল নওদায়। অভিযোগ, সেই কর্মিসভায় ডাক পাননি দলের স্থানীয় বিধায়কই। এ নিয়ে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে নওদার আমতলা এলাকায় কর্মিসভার আয়োজন করে তৃণমূল। ওই সভায় জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান উপস্থিত থাকলেও, সেই সভায় জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নওদা এলাকার জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ, পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলি, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা অনুপস্থিত ছিলেন। সভায় দেখা যায়নি স্থানীয় বিধায়ক সাহিনা মমতাজকেও। বৃহস্পতিবার বিধায়কের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে জেলা সভাপতির প্রতিক্রিয়া, ‘‘ওঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ব্যক্তিগত কাজে কলকাতায় রয়েছেন।’’ যদিও বিধায়কের দাবি, তাঁর এলাকায় কর্মিসভা হলেও তাঁকেই আমন্ত্রণ জানানো হয়নি। শীর্ষনেতাদের একাংশ তাঁকে ‘কোণঠাসা’ করার চেষ্টা করছে বলে ক্ষোভ উগরে দেন বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement