Husband Attacks Wife

আদালত চত্বরে স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! নদিয়ার কল্যাণী থেকে ধৃত অভিযুক্ত, হাসপাতালে বধূ

পুলিশ সূত্রে খবর, জখম বধূর নাম রূপালি হালদার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বামীকে পাকড়াও করা থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২০:০২
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আদালত চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী মহকুমা আদালতের সামনে। অভিযোগ, স্ত্রীকে ছুরির কোপ মেরে খুনের চেষ্টা করেন এক যুবক। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। অন্য দিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতী কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নদিয়ার শিমুরালি এলাকার রূপালি হালদারের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় চাকদহের সুভাষনগরের বাসিন্দা সুমন সাহার। দম্পতির ৬ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বছর তিন ধরে রূপালি এবং সুমের দাম্পত্য কলহ শুরু হয়। অশান্তি এমন জায়গায় পৌঁছোয় যে গত ১৯ ডিসেম্বর শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান ২৯ বছরের রূপালি। তাঁর খোঁজখবর না-পেয়ে চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করে শ্বশুরবাড়ির লোকজন। তদন্তে নেমে চাকদহ থানার পুলিশ রূপালিকে খুঁজে পায়। কিন্তু ওই বধূ জানান, তিনি নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়েছেন। আর শ্বশুরবাড়িতে ফিরতে চান না। পরে পুলিশের নির্দেশে চাকদহ থানায় যান রূপালি। মঙ্গলবার সংশ্লিষ্ট থানার পুলিশ ওই বধূকে নিয়ে হাজির হয় কল্যাণী মহকুমা আদালতে। ডাকা হয়েছিল রূপালির স্বামী সুমনকেও।

অভিযোগ, আদালতের কাজ শেষ হওয়ার পর মূল ফটকের বাইরে রূপালির গলায় ছুরির কোপ বসান সুমন। নিজেকে স্বামীর হাত ছাড়ানোর চেষ্টা করেন বধূ। তখন তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেন স্বামী। ওই দৃশ্য দেখে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন সুমনকে আটকান। পরে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য ওই মহিলাকে নিয়ে পাঠানো হয় হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement