অভিনেত্রী মৌনি রায়। ছবি: সংগৃহীত।
ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করে বড় পর্দায় উত্তরণ হয় মৌনির। বেশ কিছু বড় প্রযোজনা সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন। মৌনির অভিনয় জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের অন্ত নেই। তাঁর নির্মেদ চেহারা ও শারীরিক গঠন নিয়ে কৌতহূল ছিল অনুরাগীমহলে। এ বার মৌনির মুখের আদল নিয়ে উঠছে প্রশ্ন। মৌনি নাকি এমন অস্ত্রোপচারের করিয়েছেন যে হাসতে পারছেন না। এমনকি কপালের দু’টি দিক ফুলে রয়েছে। এই জল্পনা কতটা সত্যি সে বিষয়ে মুখ খুললেন মৌনি।
সম্প্রতি নিজের আসন্ন ছবির প্রচারে যান মৌনি। সেখানেই নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিক খটকা লাগে নেটাগরিকদের। শুরু হয় গুঞ্জন। অনেকের চোখেই মৌনির আগে চেহারার সঙ্গে বর্তমান চেহারার অমিল চোখে পড়ছে। যার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর কপাল ও ঠোঁট। তার দিন কয়েক পর ফের দেখা গেল মৌনিকে। তখনও যেন সেই একই গুঞ্জন অব্যাহত।
নেটপাড়ার একাংশের মতে, মৌনি নাকি এত অস্ত্রোপচার করিয়েছেন যে মুখের গড়ন বদলে গিয়েছে। এই প্রসঙ্গে মৌনি বলেন, ‘‘আমি এ সব নেতিবাচক মন্তব্য দেখি না, পাত্তাও দিই না। তাঁরা তাঁদের কাজ করুক না, আমি পাত্তা না দিলেই হল। কেউ যদি সমাজমাধ্যমের আড়ালে থেকে মানুষকে ট্রোলড করতে চায় করুক। যদি এ ধরনের কাজ করে আপনারা খুশি পান তা হলে তা-ই সই।’’