Robert Vadra on joining politics

‘কংগ্রেস নেতৃত্ব যদি চান...’, এ বার রাজনীতিতে যোগদানের সম্ভাবনা উস্কে কী বললেন রবার্ট বঢরা?

গত বছর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের অমেঠীতে রবার্টকে প্রার্থী করার দাবিতে পোস্টার সেঁটেছিলেন কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৮:২৫
Share:
Robert Vadra, the husband of Congress MP Priyanka Gandhi Vadra on joining politics

বাঁদিক থেকে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরা? —ফাইল চিত্র।

জল্পনা তৈরি হয়েছিল গত বছর লোকসভা ভোটের সময়ই। এ বার তা আরও উস্কে দিলেন গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরা। সেই সঙ্গে নাম না করে ‘বিভেদকামী শক্তি’ বলে খোঁচা দিলেন বিজেপিকে।

Advertisement

তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে সোমবার রবার্ট বলেন, ‘‘কংগ্রেস নেতৃত্ব যদি বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষকে শামিল করতে চান, তবে আমাকে রাজনীতিতে যোগ দিতে বলবেন।’’ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে তিনি রাজনীতিতে যোগ দিলে প্রস্তুত বলেও জানান রবার্ট। তবে এখনও পর্যন্ত গান্ধী-নেহরু পরিবারের সঙ্গে আত্মীয়তাই তাঁর ‘একমাত্র রাজনৈতিক যোগসূত্র’ বলেও জানান প্রিয়ঙ্কার স্বামী।

গত বছর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের অমেঠীতে রবার্টকে প্রার্থী করার দাবিতে পোস্টার সেঁটেছিলেন কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ। পেশায় ব্যবসায়ী রবার্ট সে সময় বলেছিলেন, “এই লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দাবি উঠেছে। মানুষ জানে আমি কঠোর পরিশ্রম করি এবং আমি জনপ্রতিনিধি হলে উন্নয়নের কাজ হবে।” যদিও শেষ পর্যন্ত তা হয়নি। কংগ্রেস অমঠীতে প্রার্থী করেছিল গান্ধী পরিবারের ‘আস্থাভাজন’ বলে পরিচিত কিশোরীলাল শর্মাকে। কিশোরীলাল হারিয়ে দেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement