Ganja

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, কৃষ্ণনগরে ৬০ কেজি গাঁজা-সহ ধৃত এক

গাঁজা বোঝাই গাড়িটি ওড়িশা থেকে কলকাতা হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে মাজদিয়া আসছিল। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ২০:২৮
Share:

কৃষ্ণনগরে পুলিশের অভিযান উদ্ধার ৬০ কেজি গাঁজা। — নিজস্ব চিত্র।

নদিয়ার কৃষ্ণনগরে ৬০ কেজি গাঁজা-সহ গ্রেফতার এক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শুক্রবার দুপুরে নবদ্বীপ মোড় সংলগ্ন রোড স্টেশন এলাকায় তল্লাশি চালাচ্ছিল। তল্লাশি চলাকালীন একটি গাড়ির সিটের নিচে থরে থরে সাজানো বেশ কয়েকটি প্লাস্টিক দেখতে পায় পুলিশ। সেই প্যাকেটেই মোড়া ছিল ৬০ কেজি গাঁজা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গাঁজা পরিবহনের অভিযোগে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই গাঁজা ওড়িশা থেকে কলকাতা হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে মাজদিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। চালক আলম মণ্ডলের বাড়ি মাজদিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করছে কৃষ্ণনগর কোতয়ালি থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement