জালনোট কারবারী গ্রেফতার মুর্শিদাবাদে। — প্রতীকী ছবি।
মালদার কালিয়াচক থেকে নদীপথে মুর্শিদাবাদের ধুলিয়ান। ধুলিয়ান ফেরিঘাট থেকে অটো ধরে সামশেরগঞ্জ জাতীয় সড়ক মোড়। ফের ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর অটো বদলে টোটো ধরে আরও দুই কিলোমিটার। পুলিশের চোখে ধুলো দিতে এ ভাবেই বার বার পরিবহণ মাধ্যম বদল করেও হল না শেষরক্ষা। রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার ওহিদুল ইসলাম নামে এক সন্দেহভাজন। তল্লাশি চালাতেই উদ্ধার ৯৪ হাজার টাকা মূল্যের জাল নোট।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সুতি থানার চাঁদের মোড় এলাকায়। গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। বহরমপুর আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওহিদুল সামশেরগঞ্জ থানার গাজিনগর এলাকার বাসিন্দা। ধৃত এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পোশাক ব্যবসার আড়ালে মালদহ থেকে নদিয়া-মুর্শিদাবাদের সীমানা বরাবর জাল নোট পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ডও তিনি।