Sagardighi By Election

ভোটের দিনই মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, উদ্বেগে সাগরদিঘির পরীক্ষার্থী, অভিভাবকেরা

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ওই দিনই রয়েছে ইতিহাস পরীক্ষা। এ নিয়েই উদ্বেগে পরীক্ষার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাগরদিঘি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:৪১
Share:

উদ্বেগে সাগরদিঘির পরীক্ষার্থীরা। প্রতীকী চিত্র।

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ওই দিনই রয়েছে ইতিহাস পরীক্ষা। নির্বাচনের দু’দিন আগে ২৫ ফেব্রুয়ারি মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। তার ফলে উদ্বেগ ছড়িয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবক মহলে। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই জারি করা হবে বিজ্ঞপ্তি।

Advertisement

উপনির্বাচনের নির্ঘণ্ট এবং মাধ্যমিক পরীক্ষা সূচি একই দিনে হওয়ায় চিন্তিত পরীক্ষার্থীরা। সাগরদিঘি বিধানসভার গোবর্ধনডাঙা দস্তুরহাট উচ্চ বিদ্যালয়ের এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী অয়ন হালদারের কথায়, ‘‘ভোটের দিন পরীক্ষা কী করে দেব বুঝতে পারছি না। যদি পরীক্ষা এগিয়ে আনা হয় তবে তা আগাম বলা উচিত। নইলে প্রস্তুতি নেব কী ভাবে?।’’

উদ্বেগের সুর সাহাপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয়ের এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী আকাশ মণ্ডলের গলাতেও। তার কথায়, ‘‘শুধু পরীক্ষার দিন নয়। ভোটের মিটিং-মিছিল হলে আমরা পড়াশোনা করব কী করে?’’ সাগরদিঘি বালিকা বিদ্যালয়ের এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী শিউলি সাহার মা বেলা সাহার প্রতিক্রিয়া, ‘‘নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে কমিশনের অবশ্যই ভাবা উচিত ছিল। মধ্যশিক্ষা পর্ষদ এক বছর আগেই মাধ্যমিকের রুটিন প্রকাশ করেছে।’’

Advertisement

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আবার উপনির্বাচনের ভোট গণনার দিন ২ মার্চ। সে দিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাও রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।’’

গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পর পর তিন বার তিনি ওই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement