rape

Hanskhali Case: হাঁসখালির নির্যাতিতার বাবা-মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করানো হল দু’জনকেই

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিহত নাবালিকার বাবার ডিহাইড্রেশন দেখা দিয়েছে। মা জ্বরে আক্রান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাঁসখালি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৩:৩৭
Share:

হাসপাতালেে নিয়ে যাওয়া হচ্ছে নির্যাতিতার বাবা ও মাকে। —নিজস্ব চিত্র।

নদিয়ার হাঁসখালির নির্যাতিতার বাবা এবং মা অসুস্থ। দু’জনকেই ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। বুধবার সকালে তাঁদের ভর্তি করানো হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিহত নাবালিকার বাবার ডিহাইড্রেশন দেখা দিয়েছে। মা জ্বরে আক্রান্ত। মেয়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দু’জনেই। দু’জনকে চিকিৎসার জন্য বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের ভর্তি করানোর পরামর্শ দেন। তাঁদের পরামর্শ মতো চিকিৎসা চলছে। এক প্রতিবেশীর কথায়, ‘‘ওঁদের দু’জনেরই শারীরিক অবস্থা খুব খারাপ। এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি।’’

Advertisement

হাঁসখালি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তাতে সন্তুষ্ট নির্যাতিতার বাবা। তাঁর বক্তব্য, ‘‘সিবিআই তদন্তের নির্দেশে আমরা খুশি। যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার হোক। আমরা অভিযুক্তদের ফাঁসি চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement