হাঁসখালি-কাণ্ডে ডিএনএ পরীক্ষা করতে পারে সিবিআই। প্রতীকী ছবি।
তাহেরপুর বিজেপির পার্টি অফিস ছেড়ে হাঁসখালিতে নির্যাতিতা বাড়ির উদ্দেশে যাত্রা বিজেপির তথ্যানুসন্ধান কমিটির পাঁচ সদস্যের। কমিটিতে অনুপস্থিত অন্যতম সদস্য উত্তরপ্রদেশের মৌর্য রানির।
হাঁসখালির ঘটনার তদন্তে সিবিআই। এ বার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে চলেছেন সিবিআই আধিকারিকরা।
শুক্রবার হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে বিজেপি-র ‘তথ্যানুসন্ধান কমিটি’-র সদস্যরা। অন্য দিকে, দুপুর সাড়ে তিনটেয় হাঁসখালি বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে বামেদের প্রতিবাদ সভা রয়েছে।
বৃহস্পতিবার হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। আশপাশের বাড়িতে এক এক করে জ্বলে ওঠে সন্ধ্যাদীপ। একের পর এক বাড়ি থেকে ভেসে আসে শাঁখের আওয়াজ। শুধু নির্যাতিতার বাড়ি থেকে শোনা যায় সন্তানহারা বাপ-মায়ের গোঙানির শব্দ।
বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই ‘পাওয়ার কাট’ হয়ে যায় । সন্ধ্যে ৬টা ১৫ মিনিট নাগাদ শ্যামনগর এলাকার বিদ্যুৎ সরবরাহ হঠাৎই বন্ধ হয়ে যায়। অন্ধকার হয়ে পড়ে গোটা এলাকা। বিজেপি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, তদন্তে ইচ্ছাকৃত ব্যাঘাত সৃষ্টি করার জন্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এভাবে অপরাধীদের আড়াল করা যাবে না বলে কটাক্ষ করে তারা।