dead body

পিকনিক থেকে ফেরার পরেই ফোনে ঝগড়া, শান্তিপুরে সকালে ঝুলন্ত দেহ উদ্ধার কিশোরের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌরভ সরকার (১৭)। সে একাদশ শ্রেণির ছাত্র। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ২২:৪৫
Share:

প্রতীকী ছবি।

বন্ধুদের সঙ্গে পিকনিক করে বাড়ি ফেরার পর থেকেই মনমেজাজ খারাপ ছিল কিশোরের। ফোনে কারও সঙ্গে ঝগ়ড়াঝাঁটিও হয়। পর দিন সকালে বছর সতেরোর সেই কিশোর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌরভ সরকার (১৭)। সে একাদশ শ্রেণির ছাত্র। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পরিবারের দাবি, বুধবার রাতে পিকনিক থেকে ফেরার পর থেকেই কারও সঙ্গে ঝামেলা হয় সৌরভের। তার পরেই বাবার টোটো নিয়ে পিকনিকের জিনিসপত্র পৌঁছে দিতে চলে যায়। তার পর আর বাড়ি ফেরেনি সে। বুধবার সকালে বাড়ির পাশে আম বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় সৌরভের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোনও।

মৃতের বাবা ভূপেন্দ্র সরকার বলেন, ‘‘ভাল মনেই পিকনিক করতে গিয়েছিল ছেলে। বাড়ি ফেরার পর থেকেই মোবাইলে কারও সঙ্গে ঝগড়াঝাঁটি করছিল। ছেলের ফোনের কললিস্ট, মেসেজ খতিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে।’’

Advertisement

পুলিশ সূত্রে দাবি, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, পাড়ার এক কিশোরীর সঙ্গে সৌরভের প্রেম ছিল। প্রায়শ ঝামেলাও হত ওদের মধ্যে। তার সঙ্গে সৌরভের মৃত্যুর কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের দাদা আশিস সরকার দাবি করেন, ‘‘ভাইকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে নিঃসন্দেহে। তবে কে দিয়েছে, সেটা পুলিশ তদন্ত করে দেখুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement