Gold Recovered

করিমপুরে মোটরসাইকেলের বক্স থেকে লাখ লাখ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার ১

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হোগলবেড়িয়া থানার করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক ধরে বাইকে চেপে করিমপুরের দিকে আসছিলেন এক যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৮:৩৪
Share:

উদ্ধার হওয়া সোনা। —নিজস্ব চিত্র।

নদিয়ার করিমপুরে মোটরসাইকেলের বক্স থেকে সোনার তিনটি বাট এবং দু’টি বিস্কুট উদ্ধার করল শুল্ক দফতর। উদ্ধার হওয়া জিনিসগুলির ওজন ৯৩৪ গ্রাম, যার দাম প্রায় ৭১ লক্ষ টাকা। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকা হোগলবেড়িয়া থেকে মোটরসাইকেলের বক্সে এই বিপুল পরিমাণ সোনা করিমপুরের দিকে নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শুল্ক দফতর। ধৃতের নাম মুস্তাফিজুর রহমান, বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজী পাড়া এলাকায়। একই অভিযোগে ওই ব্যক্তি এর আগেও পুলিশের হাতে ধরা পড়েছিল বলে সূত্রের খবর।

Advertisement

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হোগলবেড়িয়া থানার করিমপুর-বহরমপুর রাজ্য সড়ক ধরে বাইকে চেপে করিমপুরের দিকে আসছিলেন এক যুবক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুমড়ি গোডাউন এলাকায় অপেক্ষায় ছিলেন শুল্ক দফতরের আধিকারিকেরা। ওই যুবকের বাইক থামিয়ে তল্লাশি করতেই বাক্স থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। গ্রেফতার করা হয় বাইক আরোহীকে।

চলতি বছর বেশ কয়েক বার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে সোনার বিস্কুট উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাচারের জন্য ওই সোনা নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয়। নদিয়া জেলার করিমপুরে গত বছরে একই ভাবে একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল সোনা বাজেয়াপ্ত করেছিল শুল্ক দফতর। শুল্ক দফতরের আধিকারিক উত্তম রায় বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ৯৩৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার মূল্য কয়েক লক্ষ টাকা। এক জনকে গ্রেফতার করা হয়েছে। সোনা পাচারের সঙ্গে কারা যুক্ত এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement