আহত শিশুটি। নিজস্ব চিত্র।
খেলতে গিয়ে বোমার উপরে পড়ে গিয়ে গুরুতর জখম হল মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বছর আটেকের এক শিশুকন্যা। ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কেন নবগ্রামেবোমা মজুত রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আহত শিশুর নাম মাজেদা খাতুন। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলে নবগ্ৰাম থানার সুখিমোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় খেলছিল সে। হঠাৎই একটি বোমার উপর পা পড়ে যায় তার। সঙ্গে সঙ্গে বোমাটি ফেটে যায়। বোমার আগুনে আহত হয় মাজেদা।
বোমার আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশাপাশের বাসিন্দারা। মাজেদাকে প্রথমে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কী কারণে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।