Injured

ছাগলের পালে লুকিয়ে শেয়াল! অতর্কিতে আক্রমণে মুর্শিদাবাদে জখম এক নাবালক-সহ তিন জন

রবিবার মাঠে ছাগল চরাতে গিয়ে শেয়ালে আক্রমণ করে। কবিরুল সেখ নামে এক ১২ বছরের কিশোর জখম হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও দু’জনকে ধরাশায়ী করে ওই শেয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ২৩:৪০
Share:

শেয়ালের আক্রমণে নাবালক-সহ জখম হলেন তিন জন। ফাইল চিত্র।

ছাগলের পালে লুকিয়ে ছিল শেয়াল। কেউই খেয়াল করেননি! পরে সেই শেয়ালের আক্রমণে নাবালক-সহ জখম হলেন তিন জন। কারও মুখ, কারও পা, কারও আবার আঙুল ছিঁড়ে নিয়েছে শেয়ার। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের গৌরীদাসপুরের ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার মাঠে ছাগল চরাতে গিয়ে শেয়ালে আক্রমণ করে। কবিরুল সেখ নামে এক ১২ বছরের কিশোর জখম হয়। তাকে বাঁচাতে গিয়ে আরও দু’জনকে ধরাশায়ী করে ওই শেয়াল। গুরুতর আহত হয়েছেন সামসুল হক নামের এক ষাটোর্ধ্ব ব্যক্তি। তাঁর চোখে আঘাত লেগেছে। জখম হওয়া সকলকেই প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিকে লালবাগ মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেয়ালের আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement