Murder

স্ত্রীর সঙ্গে বচসা, ৯ মাসের শিশুকে মেঝেতে আছড়ে মারলেন বাবা!

মঙ্গলবার বিকেলে ডোমকলের রায়পুর পঞ্চায়েতের শেখপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২১ ০০:১৬
Share:

শিশুটির মা।

স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় ‘রাগের মাথায়’ ৯ মাসের মেয়েকে মেঝেতে আছড়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুটির। পুলিশ গ্রেফতার করেছে ওই শিশুর বাবা রহমান শেখকে। মঙ্গলবার বিকেলে ডোমকলের রায়পুর পঞ্চায়েতের শেখপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শিশুটির নাম ফতেমা খাতুন।

Advertisement

পুলিশ জানিয়েছে, রহমান বদমেজাজি হিসাবেই এলাকায় পরিচিত। কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর উপর তিনি অখুশিই ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও লেগে থাকত। মঙ্গলবার দু’জনের মধ্যে অশান্তি শুরু হয় স্ত্রীর বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে। তাঁর স্ত্রী ইদে বাপের বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়েই দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটি মায়ের কোলেই ছিল। মা-বাবার মধ্যে চিৎকার দেখে সেও ভয়ে কাঁদতে শুরু করে। তখনই বিরক্ত হয়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন রহমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement