Adhir Ranjan Chowdhury

স্টিম রোলার চালিয়ে আন্দোলন দমানো যাবে না, কৃষকদের সমর্থনে বললেন অধীর

কেন্দ্রীয় সরকার কৃষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভইযোগ করেন অধীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ১৩:৪৭
Share:

মঙ্গলবার বহরমপুরে অধীর। —নিজস্ব চিত্র।

জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিলে এ ভাবেই নেমে এল পুলিশের অভিঘাত। কিন্তু এ ভাবে কৃষকদের দামনো যাবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। স্টিম রোলার চালিয়ে কেন্দ্রীয় সরকার কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করছে বলে অভিযোগ তুললেন তিনি।

Advertisement

মঙ্গলবার বহরমপুরে বলেন, ‘‘কৃষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র। তাই সরকারি আরোপিত দুর্দশার বিরুদ্ধে যখন আজ রাস্তায় রাস্তায় নেমেছেন তাঁরা, স্টিম রোলার চালিয়ে তাঁদের দমন করতে চাইছে সরকার। মানুষ কেন্দ্রের আইন চাইছেন না। আইন বর্জন করেছেন তাঁরা। তা করতে গিয়ে কত জন প্রাণও দিয়েছেন। তাই স্টিম রোলার চালিয়ে তাঁদের দমন করা যাবে না। কৃষকদের এই আন্দোলন শান্তিপূর্ণ। মহাত্মা গাঁধীর অহিংসা আন্দোলনেও শামিল ছিলেন কৃষকরা।’’

রাজ্যে এই মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। নির্বাচনে হিংসা এড়াতে রাজ্যে এক লক্ষ সেনা নামানো হবে বলে জানা গিয়েছে। সেই প্রসঙ্গে অধীর বলেন, ‘‘সেনা আসুক। তবে ভোট যেন শান্তিপূর্ণ হয়। কোন বুথ স্পর্শকাতর কোন বুথ অতি স্পর্শকাতর, তা বুঝতে হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করে নিতে পারে। লোকসভা নির্বাচনে একজোটে আমাকে হারানোর পরিকল্পনা ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement