মুর্শিদাবাদে ইডি হানা। - নিজস্ব চিত্র
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। সংস্থার পক্ষে কিছু না জানানো হলেও বহরমপুর ও ফরাক্কার বিভিন্ন জায়গা থেকেই ইডি হানার খবর মিলেছে। স্থানীয় পুলিশ ছাড়া শুধুই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির তল্লাশিতে জেলায় তৈরি হয়েছে নানা জল্পনা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিআইএসএফ জওয়ানদের নিয়ে ইডি কর্তারা যান বহরমপুর থানার সুন্ধিপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা আইডিবিআই ব্যাঙ্কের বিজনেস করেসপনডেন্ট আফতাবুদ্দিন সেখ ওরফে চিন্টুর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন। সূত্রের খবর, আফতাবুদ্দিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় মাপের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, ইডি কর্তারা আইডিবিআই ব্যাঙ্কের সুন্ধিপুর শাখার ম্যানেজার সায়ন্তন সরকারকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কের পাশেই আফতাবুদ্দিনের বাড়িতে যান। ২ ঘণ্টারও বেশি সময় ধরে নথিপত্র খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে। এর আগে ব্যাঙ্কে গিয়েও বিভিন্ন নথি পরীক্ষা করেন ইডির তদন্তকারীরা। ইডি হানা ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে ইডির তরফে কিছু না বলা হলেও আফতাবুদ্দিনের বোন তাঁর ভাইকে নির্দোষ বলে দাবি করেন।
বহরমপুরের পাশাপাশি ফরাক্কার অর্জুনপুর এলাকায় ইডির আধিকারিকরা হানা দেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, অর্জুনপুরে ওবায়দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ইডি-র অপর একটি দল হানা দেয়। অভিযোগ, ওই ব্যক্তি বেশ কয়েকটি সিএসপি ব্যাঙ্কের সঙ্গে জড়িত। তবে ঠিক কী কারণে এই হানা তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি।