West Bengal Panchayat Election 2023

শেষ রবিবার, প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরাই 

রবিবার সকাল থেকে নওদায় নিজের পাড়ায় হেঁটে প্রচার সারেন জেলা পরিষদের ৭৪ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সফিউজ্জামান শেখ। পরে হুড খোলা গাড়িতে মধুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করতে যান তিনি।

Advertisement

মফিদুল ইসলাম

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ০৮:১০
Share:

ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের প্রচার। ছবি: সাফিউল্লা ইসলাম।

পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ রবিবার। তাই প্রচারে ঝড় তুললেন সবক’টি রাজনৈতিক দলের প্রার্থীরা। কোথাও শাসকদলের প্রার্থীরা প্রচারে এগিয়ে থাকলেন, কোথাও আবার তাদের টেক্কা দিল বিরোধীরা।

Advertisement

রবিবার সকাল থেকে নওদায় নিজের পাড়ায় হেঁটে প্রচার সারেন জেলা পরিষদের ৭৪ নম্বর আসনের তৃণমূল প্রার্থী সফিউজ্জামান শেখ। পরে হুড খোলা গাড়িতে মধুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করতে যান তিনি। সফিউজ্জামান বলেন, ‘‘এতদিন পাড়ার পাড়ায় গিয়ে মানুষের কাছে পৌঁছেছি। আজ বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে গাড়িতে প্রচার সেরেছি।’’ ওই আসনের কংগ্রেস প্রার্থী নাসিদুল সেখ, আরএসপি প্রার্থী হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ভোলা, মধুপুর, গঙ্গাধারী-সহ বিভিন্ন এলাকায় কখনও গাড়িতে, কখনও আবার হেঁটে প্রচার সারেন। নাসিদুল বলেন, ‘‘আরএসপি প্রার্থী এবং বামেরা আমাকে সমর্থন করেছেন। তাঁদের নিয়েই ভোটের প্রচার সারছি।’’

নওদা ৭৩ নম্বর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী কারিমা খাতুন দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেদারচাঁদপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় হেঁটে প্রচার সারেন। ওই আসনের তৃণমূল প্রার্থী শ্রাবণী মোদকও রায়পুর, সর্বাঙ্গপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি ভোটারদের নকল ভোটপত্রের সঙ্গে পরিচিত করান।

Advertisement

হরিহরপাড়ার ৭২ নম্বর জেলা পরিষদের সিপিএম প্রার্থী সফিকুল ইসলাম প্রাক্তন বিধায়ক ইনসার আলি বিশ্বাসকে সঙ্গে নিয়ে এ দিন ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। হরিহরপাড়ার স্বরূপপুর এলাকায় ৭২ নম্বর জেলা পরিষদের এসইউসি প্রার্থী গোলাম আম্বিয়া, পঞ্চায়েত সমিতির প্রার্থী গোলাম মোস্তফা, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী খাদিজা আনসারিকে সঙ্গে নিয়ে দিনভর বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। শেষ রবিবার হরিহরপাড়া বাজার এলাকায় পঞ্চায়েত সমিতির প্রার্থী জয়নাল আবেদিন, ময়না খাতুন গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে মিছিল করে ভোট প্রচার সারেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থীজিল্লার রহমান।

অন্যদিকে, চোঁয়া এলাকায় পঞ্চায়েত সমিতির প্রার্থী খেজমত সেখ, গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নসিয়ত সেখদের নিয়ে প্রচার সারেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি তথা জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সামসুজ্জোহা বিশ্বাস। হরিহরপাড়া স্বরূপপুর, খিদিরপুর কলোনি, নওদার মধুপুর এলাকায় হেঁটে বাড়ি বাড়ি ভোট প্রচারে দেখা যায় বিজেপি প্রার্থীদেরও। সব মিলিয়ে সরগরম ছিল রবিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement