DYFI

পার্থের পর জীবনকৃষ্ণও, ধৃত বিধায়কের ইস্তফার দাবিতে বড়ঞায় স্বাক্ষর সংগ্রহ অভিযানে বামেরা

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আর এক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহারও পদত্যাগের দাবিতে তাঁর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের বড়ঞায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ২৩:১০
Share:

বড়ঞায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। নিজস্ব চিত্র।

বেহালা পশ্চিম কেন্দ্রের জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরেই প্রচার চলছে। পয়লা মে, অর্থাৎ গত সোমবার সেখানে গণভোটেরও আয়োজন করা হয়। সেই পথে হেঁটেই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আর এক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহারও পদত্যাগের দাবিতে তাঁর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের বড়ঞায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

Advertisement

বুধবার সকালে কান্দির আন্দি বাসস্ট্যান্ডে জমায়েত হন ডিওয়াইএফআই-এর নেতা-কর্মী। তার পর সেখান থেকে থাকা বিধায়কের গ্রামে যান মিছিল করে। সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন, ‘‘সাধারণ মানুষের সই সংগ্রহ করতে করতে আমরা হাঁফিয়ে উঠেছিলাম! মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চাইছেন, ধৃত বিধায়ককে এক্ষুনি সরিয়ে দিতে।’’

শাসকদল তৃণমূল অবশ্য বামেদের এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘জীবনকৃষ্ণ সাহার ব্যাপার যা সিদ্ধান্ত নেওয়ার, শীর্ষ নেতৃত্ব নেবেন। শূন্য হয়ে যাওয়া একটা দলের এ ব্যাপারে জ্ঞান দেওয়ার কিছু নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement