চাহিদা মেনে তৈরি হচ্ছে ছোট দুর্গার মূর্তি। কৃষ্ণনগরের ঘূর্ণীতে। নিজস্ব চিত্র
এই বছর কৃষ্ণনগর রাজবাড়ির দেবী দুর্গা ‘রাজরাজেশ্বরী’র উচ্চতা অন্য বছরের চেয়ে দেড় ফুট মতো ছোট হচ্ছে। সিঁদুর খেলাও বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে। সৌজন্যে করোনা সংক্রমণ।
কল্যাণী থেকে করিমপুর প্রায় সর্বত্রই চোখে পড়ছে মণ্ডপ ও প্রতিমা ছোট হওয়ার ছবি। নবদ্বীপের পোড়ামা তলার বহু পুরনো পুজোয় দেবীর উচ্চতা কমেছে ২ ফুট। নবদ্বীপের আজাদ হিন্দ ক্লাবের ২৬ ফুট দৈর্ঘ্যের প্রতিমা এ বছর ১৪ ফুটে নেমে এসেছে। ক্লাবের সদস্য শুভাশিস কংসবণিক বলেন, ‘‘অতিমারি পরিস্থিতির জন্য আমাদের এই সিদ্ধান্ত। খরচ কমিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় জোর দিয়েছি।’’