নদিয়ায় এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়াল প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। প্রতীকী চিত্র।
একাধিক বিস্ফোরণের ঘটনায় এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারই মাঝে নদিয়ায় এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়াল প্রচণ্ড শব্দে ভেঙে পড়ার পিছনে অনেকে বিস্ফোরণকে দায়ী করছেন। যদিও চাপড়ার হাতিশালার ওই ঘটনায় পুলিশ বিস্ফোরণের তত্ত্ব উড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে রয়েছে চাপড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বিকট শব্দে ভেঙে পড়ে স্থানীয় তৃণমূল কর্মী সইফুল শেখের বাড়ির দেওয়াল। এলাকার কয়েক জনের অভিযোগ, সইফুলের বাড়িতে বোমা মজুত করা ছিল। সেই বোমা বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সইফুলের বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশের দাবি, তারা তল্লাশিতে কোনও রকম বিস্ফোরক পায়নি।
কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) অমিতাভ কোণার বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাড়িটির একটি পরিত্যক্ত দেওয়াল ভেঙেই বিকট শব্দ হয়েছে। ধ্বংসাবশেষ খুঁজে দেখা হচ্ছে।”