Nadia

নদিয়া-মুর্শিদাবাদে শুরু দুয়ারে সরকার

মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও বিভিন্ন জায়গায় এই ক্যাম্পে মানুষ স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পের খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় ফর্ম ফিলআপ করেন সাধারণ মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর ও কৃষ্ণনগর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৮:৪০
Share:

কান্দিতে দুয়ারে সরকারক্যাম্প। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতো নদিয়া-মুর্শিবাদ জেলা জুড়েও শুরু হয়েছে দুয়ারে সরকার। দুই জেলার ব্লকে ব্লকে সকাল থেকে ক্যাম্প করেন সরকারি আধিকারিকরা। সকাল থেকেই ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে।

Advertisement

মুর্শিদাবাদের কান্দিতে পৌরসভা ভবনে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের উদ্বোধন করেন কান্দি পৌরসভার প্রশাসক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার। ক্যাম্প উদ্বোধন করে তিনি বলেন, “দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন সাধারণ মানুষ। এই প্রকল্প শুধুমাত্র পৌরসভা এলাকার জন্য নয়, এই প্রকল্প শহর গ্রাম সবার জন্য। এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণ রাজ্য সরকারের সমস্ত প্রকল্প এক সঙ্গে পেয়ে যাবে একই ছাদের তলায়।”

মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও বিভিন্ন জায়গায় এই ক্যাম্পে মানুষ স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পের খোঁজ খবর নেন ও প্রয়োজনীয় ফর্ম ফিলআপ করেন সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement