Dengue

অস্থায়ী সাফাইকর্মী নেই, নালায় লার্ভা

পুরবাসীদের একাংশের অভিযোগ, শহরের আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমে থাকলেও তা নিয়মিত পরিষ্কার হচ্ছে না। নিকাশি নালা পরিষ্কার না-হওয়ায় মশার লার্ভা থিকথিক করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ০৯:৩৫
Share:

মেয়াদ উত্তীর্ণ কুপার্স পুরসভায় নিকাশি নালায় জমেছে আবর্জনা। বুধবার। কুপার্সের সাত নম্বর ওয়ার্ড। ছবি সুদেব দাস।

কোথাও রাস্তার পাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ। কোথাও আবার নিকাশি নালা আবর্জনায় বুজে গিয়েছে। স্থির জলে জন্ম নিচ্ছে মশার লার্ভা। ডেঙ্গি পরিস্থিতিতে এক প্রকার সাফাইকর্মী ছাড়াই চলছে রানাঘাট শহর লাগোয়া কুপার্স পুরসভা।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর ৩ সেপ্টেম্বর পুরসভা বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নিয়ম অনুযায়ী পুরপ্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রানাঘাটের মহকুমাশাসক। পুরসভার তহবিল শূন্য থাকায় ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে ২১২ জন অস্থায়ী সাফাইকর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। যদিও কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্পের অধীনে কর্মীরা বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের কাজ করছেন। কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্পে যাঁরা কাজ করছেন, তাঁদের দিয়ে শহরের নিকাশি নালা পরিষ্কারের কাজ করানো সম্ভব হচ্ছে না বলে পুরসভা সূত্রে খবর।

পুরবাসীদের একাংশের অভিযোগ, শহরের আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমে থাকলেও তা নিয়মিত পরিষ্কার হচ্ছে না। নিকাশি নালা পরিষ্কার না-হওয়ায় মশার লার্ভা থিকথিক করছে। ইতিমধ্যে শহরের ১০ জন বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বাসিন্দাদের অনেকেই বলছেন, পুরসভার তরফে বাসিন্দাদের ডেঙ্গি সচেতনতার কথা জানানো হচ্ছে অথচ শহর পরিচ্ছন্ন রাখতে পুরসভা সম্পূর্ণ উদাসীন।

Advertisement

পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তীর্থসারথী মজুমদার বলেন, "সমস্যা যে রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। বিষয়টি আমরা প্রশাসক তথা রানাঘাটের মহকুমা শাসককে জানিয়েছি। সমস্যা সমাধানে তিনিও চেষ্টা করছেন।"

রানাঘাটের মহকুমাশাসক রৌনক আগরওয়াল বলেন, ‘‘সমস্যা সমাধানে মাইক্রো প্ল্যান করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যা মিটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement