Dead

Nadia: নদিয়ায় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু পুনর্বাসন আধিকারিকের

জেলাশাসকের দফতর সূত্রেই খবর, অসীম পাল নামে ওই আধিকারিক ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছিলেন। সেই সময় ওই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৩
Share:

নিজস্ব চিত্র।

চার তলা থেকে পড়ে মৃত্যু জেলার উদ্বাস্তু পুনর্বাসনে আধিকারিকের। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরে ঘটনাটি ঘটেছে। মাত্র দু’সপ্তাহ আগেই উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসাবে জেলাশাসক দফতরে এসেছিলেন তিনি।

Advertisement

জেলাশাসকের দফতর সূত্রেই খবর, অসীম পাল নামে ওই আধিকারিক ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠছিলেন। সেই সময় ওই ঘটনা ঘটে। চার তলায় ওঠার পর ওই সিঁড়ির মাঝের জানলা দিয়ে মাটিতে পড়ে যান অসীম।

বিকট আওয়াজ শুনেই ছুটে আসেন অফিসের কর্মীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অসীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কী কারনে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement