FIFA 2022

বিশ্বকাপ ঘিরে জোর কদমে

রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। সে দিন শহরের জজকোর্ট মোড় সহ বিভিন্ন ওয়ার্ডে প্রজেক্টর লাগিয়ে, জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে দলের তরফে।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

বহরমপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১০:১২
Share:

বিশ্বকাপ ফাইনালের আগে বানানো হচ্ছে বিশেষ কেক। বহরমপুরে। ছবি: গৌতম প্রামাণিক

জনসংযোগ বড় বালাই। আর উৎসব অনুষ্ঠান পেলেই সেই কারণে সুযোগ হাতছাড়া করতে চায় না রাজনৈতিক দলগুলি। আজ রবিবার রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরেও তারই দেখা মিলছে।

Advertisement

বহরমপুর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘বিশ্বকাপ ফুটবলের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। তাই সে দিন শহরের জজকোর্ট মোড় সহ বিভিন্ন ওয়ার্ডে প্রজেক্টর লাগিয়ে, জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে দলের তরফে। বিভিন্ন জায়গায় এই খেলাকে কেন্দ্র করে পিকনিকে করা হচ্ছে। সব মিলিয়ে রবিবারের রাত বিশ্বকাপ ফুটবলে ফাইনাল উৎসবের মেজাবে পালন করা হবে।’’

তাঁর দাবি, ‘‘দু’লক্ষ করে টাকা দিয়ে ক্লাবগুলোকে উজ্জীবিত করেছে রাজ্য সরকার। সে সব ক্লাবেও খেলা দেখা হবে। সেখানেও আমাদের নেতাকর্মীরা থাকবেন। ফলে খেলা দেখাও হবে, জনসংযোগও হবে।’’

Advertisement

বহরমপুর শহর কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস নিজেও হরিবাবুর ঢালুর একটি ক্লাবের সঙ্গে যুক্ত। ওই ক্লাবে রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। খেলা দেখাকে কেন্দ্র করে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। অরিন্দম বলেন, ‘‘আমরা সবাই কোনও না কোনও ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছি। বিশ্বকাপ ফুটবল ফাইনাল সে সব ক্লাবে বসেই আমরা দেখব বলে ঠিক করেছি। সেখানে দীর্ঘ সময় ধরে ফুটবল খেলা দেখার আনন্দ নেওয়ার পাশাপাশি তাতে জনসংযোগ হয়ে যাবে।’’

তাঁর দাবি, ‘‘আমি নিজে বাবুপাড়ায় হরিবাবুর ঢালুতে বহরমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাব ঘরে অন্যদের সঙ্গে বসে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখব। ক্লাবের তরফে সন্ধ্যায় পিকনিকের আয়োজন করা হয়েছে। মেনু রয়েছে মাংস এবং সাদা ভাত। খেলা শুরুর আগেই পিকনিক শেষ হবে।’’

বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘বিশ্বকাপ ফুটবলের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁরা রবিবার ফাইনাল খেলা সে সব ক্লাবে বসে দেখবেন। কোথাও কোথাও পিকনিক হবে। একসাথে ফুটবল খেলা দেখা হবে, আবার জনসংযোগও হবে।’’

পিছিয়ে নেই সিপিএমও। শনিবার সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লাও বলেন, ‘‘ফুটবল খেলার সঙ্গে বাঙালির একটা গভীর সম্পর্ক রয়েছে। খেলা দেখার মাধ্যমে দলের ছাত্র যুবরা জনসংযোগ কর্মসূচি করবেন। দলের ছাত্র যুবরা নানা ক্লাবের সঙ্গে যুক্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement