মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।
কেন্দ্র ও রাজ্য সরকারকে এক সুরে আক্রমণ শানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সেলিম অবশ্য ভিন রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণের ক্ষেত্রে তৃণমূলের ‘বহিরাগত’ শব্দচয়নের সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘আসামে আগে ‘বহিরাগত’ তত্ত্ব ব্যবহার হত। আর এখানে বিজেপি নেতাদের তৃণমূল নেতারা বলছেন বহিরাগত। এটা দেশের পক্ষে ক্ষতিকর।’’
এর পাশাপাশি বিজেপি-র নিন্দাতেও তিনি সরব হন। বলেন, ‘‘যখন পরিযায়ী শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন তখন তাঁদের জন্য বাস বা ট্রেনের ব্যবস্থা করা হয়নি, কিন্তু তৃণমূলের নেতা ও মন্ত্রীদের জন্য চার্টার্ড বিমান ভাড়া করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।’’
বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে বৃহস্পতিবার সেলিম বলেন, ‘‘রোজ একসঙ্গে জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে।’’ প্রসঙ্গত রাজ্যের অন্যত্র রফা সূত্র মিললেও মুর্শিদাবাদে এখনও বামফ্রন্ট ও কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে এখনও দর কষাকষি চলছে। এই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেননি সেলিম। তিনি বলেন, ‘‘কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেস ও বামফ্রন্ট এক হয়ে গিয়েছে। যৌথ কর্মসূচি নিয়ে আমরা আন্দোলন করছি। রাজ্য ও কেন্দ্রে একত্রিত হয়ে তৃণমূল ও বিজেপি-র বিরুদ্ধে আমরা লড়াই করছি।’’
কেন্দ্রের নিন্দা করতে গিয়ে বাজেটের কথাও উল্লেখ করেন সেলিম। তিনি বলেন, ‘‘আমরা দেখেছি দেশের সরকারের ঋন বেড়ে গিয়েছে। এখন সব সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু সম্পদ বিক্রি করে বেশি দিন চলা যায় না।’’ এর পাশাপাশির রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে সেলিমের মন্তব্য, ‘‘এখন বিজ্ঞাপনে ‘বিশ্ব বাংলা’ বলা হচ্ছে। আগামী দিনে ‘নিঃশ্ব বাংলা’ বিজ্ঞাপন দেওয়া হবে।’’