বাম-তৃণমূল সংঘর্ষ তেহট্টে

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তেহট্টের নবীননগর। সোমবার বিকেলে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের গণ্ডগোলে দু’পক্ষের পনেরো জন আহত হন। তাঁদের তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০১:০৪
Share:

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তেহট্টের নবীননগর। সোমবার বিকেলে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের গণ্ডগোলে দু’পক্ষের পনেরো জন আহত হন। তাঁদের তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন বিকেলে তৃণমূল একটি বিজয় মিছিল বের করে। নাটনা গ্রাম পঞ্চায়েতের নবীননগর সাহাপুরের রাস্তা দিয়ে মিছিল যাওয়ার সময় মিছিলের পিছন দিকে গণ্ডগোল শুরু হয়। তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্ত বলেন, “দীর্ঘ দিন পর এলাকায় সিপিএম ভোটে হেরে গিয়েছে। তার পর থেকে সিপিএম এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। এর আগেও কয়েকবার ওরা গণ্ডগোলের চেষ্টা করেছিল। কিন্তু এদিন আমাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলের উপর ওদের কর্মীরা আচমকা লাঠি, হাঁসুয়া নিয়ে আক্রমণ করে।’’ মিছিলে থাকা দশ বছরের তানিয়া খাতুন নামে এক কিশোরীকে মারধর করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রমণের কথা অস্বীকার করে সিপিএমের দাবি, তৃণমূলের মারধরে বরং তাদের চার জন জখম হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার জানান, তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement