Sutapa Chowdhury Murder Case Verdict

৩৮৩ পাতার চার্জশিট, ৫৪ জন সাক্ষী, সুতপা চৌধুরী হত্যামামলায় মঙ্গলবারই রায় দিতে চলেছে আদালত

২০২২ সালের মে মাসের গোড়ায় বহরমপুরে নৃশংস ভাবে খুন করা হয় কলেজছাত্রী সুতপা চৌধুরীকে। মূল অভিযুক্ত সুশান্তকে পর দিনই গ্রেফতার করে পুলিশ। সেই মামলাতেই মঙ্গলবার রায় দেওয়ার কথা আদালতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৩:১৯
Share:

সুতপা চৌধুরীর হত্যার ঘটনায় মঙ্গলবার রায়দান করতে পারে আদালত। — ফাইল ছবি।

২০২২ সালের ২ মে মেসে ফেরার পথে প্রেমিকের হাতে খুন হন বহরমপুর গার্লস কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। সেই মামলায় রায় দিতে চলেছে আদালত।

Advertisement

গত বছর ২ মে মুর্শিদাবাদের বহরমপুরের শহিদ সূর্য সেন রোড দিয়ে মেসে ফিরছিলেন সুতপা। সিসি ক্যামেরাতে দেখা যায় তাঁকে অনুসরণ করছেন এক যুবক। পরে ওই যুবকের পরিচয় সামনে আসে। তিনি সুশান্ত। মেসের দরজার সামনেই সুতপার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান ছাত্রীকে। এমন নৃশংস ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। পর দিনই গ্রেফতার হন সুশান্ত। জানা যায়, সুতপার পূর্বপরিচিত তিনি। সম্পর্কের জটিলতা থেকে খুন করেন প্রেমিকাকে।

ঘটনার ৭৫ দিনের মাথায় বহরমপুর আদালতে নৃশংস হত্যাকাণ্ডের চার্জশিট জমা দেয় পুলিশ। অভিযুক্ত সুশান্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন)-সহ একাধিক আইনে ধারায় চার্জশিট দাখিল করা হয়। আদালতে জমা পড়ে ৩৮৩ পাতার চার্জশিট। তাতে ৫৪ জন সাক্ষীর বয়ান রয়েছে। সেই মামলাতেই মঙ্গলবার রায় দেওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement