রোগীদের অভিযোগ, বেশিরভাগ পাউরুটি ছত্রাকে ভর্তি ছিল। —নিজস্ব চিত্র।
কল্যাণীর একটি কোভিড হাসপাতলে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে কল্যাণীর এনএসএস কোভিড হাসপাতালে খাবার ছত্রাক ঢাকা পড়েছিল বলে অভিযোগ রোগীদের। এক শ্রেণির ঠিকাদারেরাই এ ধরনের খাবার পরিবেশন করে মুনাফা লুঠছেন বলে দাবি তাঁদের। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীরা জানিয়েছেন, রবিবার সকালে টিফিন হিসেবে তাঁদের পাউরুটি, ডিম ও কলা দেওয়া হয়েছিল। অভিযোগ, বেশিরভাগ পাউরুটি ছত্রাকে ভর্তি ছিল। এ নিয়ে হাসপাতাল কর্মীদের জানানো হয়। তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
রোগীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কোভিড হাসপাতালগুলির জন্য বিপুল অর্থ খরচ করছে রাজ্য সরকার। তবে এক শ্রেণির অসাধু ঠিকাদার নিম্নমানের খাবার সরবরাহ করে প্রচুর মুনাফা লাভ করছেন। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘‘এ ধরনের অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে।’’