Corona

Coronavirus in West Bengal: কল্যাণীর কোভিড হাসপাতালের রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ

রোগীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কোভিড হাসপাতালগুলির জন্য বিপুল অর্থ খরচ করছে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৮:০১
Share:

রোগীদের অভিযোগ, বেশিরভাগ পাউরুটি ছত্রাকে ভর্তি ছিল। —নিজস্ব চিত্র।

কল্যাণীর একটি কোভিড হাসপাতলে রোগীদের পচা খাবার দেওয়ার অভিযোগ উঠল। রবিবার সকালে কল্যাণীর এনএসএস কোভিড হাসপাতালে খাবার ছত্রাক ঢাকা পড়েছিল বলে অভিযোগ রোগীদের। এক শ্রেণির ঠিকাদারেরাই এ ধরনের খাবার পরিবেশন করে মুনাফা লুঠছেন বলে দাবি তাঁদের। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

রোগীরা জানিয়েছেন, রবিবার সকালে টিফিন হিসেবে তাঁদের পাউরুটি, ডিম ও কলা দেওয়া হয়েছিল। অভিযোগ, বেশিরভাগ পাউরুটি ছত্রাকে ভর্তি ছিল। এ নিয়ে হাসপাতাল কর্মীদের জানানো হয়। তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

রোগীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কোভিড হাসপাতালগুলির জন্য বিপুল অর্থ খরচ করছে রাজ্য সরকার। তবে এক শ্রেণির অসাধু ঠিকাদার নিম্নমানের খাবার সরবরাহ করে প্রচুর মুনাফা লাভ করছেন। যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘‘এ ধরনের অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement