কান্দিতে সব্জির মালা পরে পথসভা কংগ্রেসের। নিজস্ব চিত্র।
কান্দিতে সব্জির মালা পরে পথসভা কংগ্রেসের। দলের বক্তব্য, এখন আকাশ ছোঁয়া আলু ও পেঁয়াজের দাম। অন্যান্য সব্জির দামও আকাশ ছোঁয়া। আর তার ফলে নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই এই বিক্ষোভ।
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরীর নির্দেশেই কান্দিতে এই বিক্ষোভ প্রদর্শন বলে জানা গিয়েছে। কান্দি ব্লক ও শহর কংগ্রেসের কর্মীরা এতে অংশ নেন।
শুক্রবার সন্ধ্যায় কান্দি বাসস্ট্যান্ডে সব্জির মালা পরে কংগ্রেস কর্মীরা পথসভাও করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নরত্তম সিংহ, কান্দি শহরের কংগ্রেস নেতা সাহিত্য প্রদীপ সিংহ-সহ অনেকে।
এ দিন কংগ্রেসের পক্ষে বলা হয়, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। দাম নিয়ন্ত্রণ করতে পারছে না দুই সরকারই। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।