বহরমপুরে ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে অধীর চৌধুরীর পদযাত্রা। ছবি গৌতম প্রামাণিক।
ফের তৃণমূলকে তোপ দেগে প্রদেশ কংগ্রেস কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হারিনি, আমরা জিতেছি। লুটের কাছে, দুর্নীতির কাছে, কারচুপির কাছে আমরা হারতে পারি। কিন্তু মানুষের কাছে আমরা হারিনি।’’
বৃহস্পতিবার দুপুরে দলের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা সভায় এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধীর বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় এবারের পঞ্চায়েত নির্বাচন প্রহসনে রূপান্তরিত হয়েছিল। মুর্শিদাবাদের মানুষ তা দেখেছেন। আমরা আমাদের মতো করে মুর্শিদাবাদ জেলায় যেখানে কাজ করার সুযোগ থাকবে কাজ করব, সুযোগ না থাকলে কাজ আদায় করার চেষ্টা করব।’’ এ দিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গেও রাজ্য সরকারের সমালোচনা করেন অধীর। তিনি বলেন, ‘‘এ রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত কারও জানা নেই। করোনার সময় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, পরিযায়ী শ্রমিকদের জন্য দফতর খুলুন। পরিযায়ী শ্রমিক রাজ্য ও দেশের বাইরে আছে। আরব দুনিয়ায় শ্রমিকরা মারা যাচ্ছেন, তাঁদের কেউ দেখার নেই, মৃতদেহ আনার কেউ নেই।’’ মিজোরামে মালদহের ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে অধীর বলেন, ‘‘আমি তাঁদের দেহ আনার ব্যবস্থা করেছি, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে যাতে রেল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় তার ব্যবস্থা করেছি। আমাদের এখানে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে থেকে লোক আসে না। আমরা অভাবে সেখানে যাই। বাংলার মুখ্যমন্ত্রী কোথায় রেখেছেন আমাদের!’’
এদিন পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন অধীর। তিনি বলেন, ‘‘মোদী যেমন সারা দেশ জুড়ে ভারত হবে, না ইন্ডিয়া হবে, তা নিয়ে এক বিশেষ অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করেছেন। ঠিক একই ভাবে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গ দিবস হবে না বাংলা দিবস হবে তাই নিয়ে এক অপ্রাসঙ্গিক আলোচনার বাতাবরণ তৈরি হয়েছে।’’ তাঁর দাবি, ‘‘এখানে বিজেপির সঙ্গে টক্কর দিতে আমরা একটি দিবস ঘোষণা করব। তার মধ্যে আমরা কেন যাব? বিজেপি কিছু জাল তৈরি করছে, আর আমরা সেই জালে পা দেব কেন? সারা দেশের যেমন জন্ম ১৯৪৭ সালের ১৫ অগস্ট, তেমনই পশ্চিমবঙ্গের জন্ম একই দিনে। পশ্চিমবঙ্গের মানুষ আরও বেশি বুঝবেন। তাদের সঙ্গে আলোচনা করে করা উচিত।’’
বৃহস্পতিবার দুপুর বহরমপুরের পঞ্চাননতলায় জেলা পরিষদের সভাগৃহে দলের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সংবর্ধনা সভা করেছে কংগ্রেস। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে সেই সভা হয়েছে।