Berhampore

দলে যোগ বাড়ছে, দাবি কংগ্রেসের

উপনির্বাচনের পরে জেলায় অন্তত সাতটি যোগদান সভা এবং জেলা কংগ্রেস কার্যালয়ে সাতটি কর্মসূচি মিলিয়ে হাজার দশেক মানুষ অন্য দল ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছেন।  

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ০৭:৫০
Share:

ব্লক ও অঞ্চল স্তরের হাতে গোনা কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি। প্রতীকী চিত্র।

গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেস খাতা খুলতে পারেনি। যার জেরে কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশা কম ছিল না। তবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাইরন বিশ্বাসের জয়লাভের পরে মুর্শিদাবাদে কংগ্রেসের পালে হাওয়া লাগতে শুরু করেছে। তার পর থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে জেলায় একের পর যোগদান সভা করছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, সে সব সভায় তৃণমূল সহ অন্য দলের কর্মীরা কংগ্রেসে যোগ দিচ্ছেন। এর মধ্যে কর্নাটকে কংগ্রেস নির্বাচনে জেতায় হাত শিবির আরও উচ্ছ্বসিত। তবে তৃণমূলের বক্তব্য, কংগ্রেসের দাবি ভিত্তিহীন।

Advertisement

অনেক সাধারণ কর্মী যোগ দিলেও ব্লক ও অঞ্চল স্তরের হাতে গোনা কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি।

জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, উপনির্বাচনের পরে জেলায় অন্তত সাতটি যোগদান সভা এবং জেলা কংগ্রেস কার্যালয়ে সাতটি কর্মসূচি মিলিয়ে হাজার দশেক মানুষ অন্য দল ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছেন।

Advertisement

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘এই জেলার তৃণমূলের দু’তিন জন বিধায়ক এবং একাধিক কাউন্সিলর আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা তাঁদের রেলের মতো ‘থার্ড লাইনে’ রেখেছি। সময় মতো তাঁদের ‘মেইনলাইনে’ আনা হবে।’’

যা শুনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘মানুষ তো রাতে স্বপ্ন দেখেন। কংগ্রেস দিনে জেগে স্বপ্ন দেখছে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের অক্সিজেন দিতে কংগ্রেস এ ধরনের কথা বলছে।’’ তাঁর দাবি, ‘‘কয়েক দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় কর্মসূচি করে গিয়েছেন। কাতারে কাতারে লোক সেই কর্মসূচিতে যান। এতই যদি লোক কংগ্রেসে যোগ দেয় তা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মতো লোক জমায়েত করে দেখান অধীর চৌধুরী।’’

কংগ্রেসের দাবি, বেলডাঙায় অন্যদল থেকে ১৫০০ কর্মী কংগ্রেসে যোগ দিয়েছে, বহরমপুরের নওদাপানুরে যোগদান সভায় ৮০০, ভগবানগোলার নশিপুরে যোগদান সভায় ১৫০০, মুর্শিদাবাদ শহরের পাঁচরাহা মোড়ে ৪০০ জন, খড়গ্রামের সভায় ৩০০০, রঘুনাথগঞ্জ ২ব্লকে দু’দফায় ৯০০, রানিনগরের শেখপাড়ায় ৫০০ মানুষ কংগ্রেসে যোগ দিয়েছেন।

কংগ্রেসের এক নেতার দাবি, জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য মুরসেলিম বাবু সাগরদিঘি উপনির্বাচনের পরে জেলা কংগ্রেস ভবনে অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন। ভগবানগোলা ২ ব্লকের নশিপুরে ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলামের নেতৃত্বে কয়েকশো কর্মী কংগ্রেসে

যোগ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement