ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, স্কুল অফ পারফর্মিং এবং ভিজ্যুয়াল আর্টস বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ হবে কনসালট্যান্ট (পেন্টিং) পদে। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পেন্টিংয়ে মাস্টার অফ ফাইন আর্টস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। যদি ভিজ্যুয়াল আর্টস-এ পিএইচডি ডিগ্রি থাকে, তবে অগ্রাধিকার পাবেন প্রার্থী।
কী ভাবে আবেদন করবেন?
ইগনু-র ওয়েবসাইটে 'হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। ডাক মারফতও জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে।
আবেদনকারীদের মধ্যে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।