—প্রতীকী চিত্র।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কয়েক দিন আগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন ওই মহিলা। তার পরেও কেন অভিযুক্তকে গ্রেফতার করা হল না, সেই প্রশ্ন তুলে জেলা পুলিশ সুপারের দফতরের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।
পুলিশের অবশ্য বক্তব্য, অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়েছে। আইন মেনে পদক্ষেপ করা হবে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’’
স্থানীয় সূত্রে খবর, অভিযোগ, মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ওই বধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে প্রায় দু’বছর ধরে সহবাস করেছেন ওই সিভিক ভলান্টিয়ার। কিছু দিন আগে মহিলার স্বামী স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন। জানাজানি হয়ে যাওয়ায় টাকা দিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করেছিলেন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, তাতে কাজ না হওয়ায় মহিলাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। মহিলার আরও অভিযোগ, দু’বছরের সম্পর্কে তাঁর কাছ থেকে সোনাগয়না এবং কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন সিভিক ভলান্টিয়ার। এই পরিস্থিতিতে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর মহিলার কিছু আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। মহিলার দাবি, এর জন্য তাঁর স্বামী তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন। এত সব কিছুর পরেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এ বার পুলিশ সুপারের দ্বারস্থ হতে চাইছেন মহিলা।