TMC

বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা, নিহত এক তৃণমূলকর্মী, উঠল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

স্থানীয় সূত্রে দাবি, পঞ্চায়েত ভোটের আগে দীর্ঘ দিন ধরেই এলাকা দখলের লড়াই চলছিল শাসক তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিবাদকে কেন্দ্র করেই তপ্ত হয়ে ওঠে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ২১:৫৩
Share:

বোমাবাজিতে নিহত তৃণমূলকর্মী। প্রতীকী ছবি।

বোমাবাজিতে উত্তপ্ত হল মুর্শিদাবাদের বড়ঞা। রবিবার সন্ধ্যার ওই ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূলকর্মীর। নিহতের নাম অমর শেখ।

Advertisement

স্থানীয় সূত্রে দাবি, পঞ্চায়েত ভোটের আগে দীর্ঘ দিন ধরেই এলাকা দখলের লড়াই চলছিল শাসক তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিবাদকে কেন্দ্র করেই তপ্ত হয়ে ওঠে বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম। দুই পক্ষের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ উঠেছে। সেই বোমাবাজিতেই মৃত্যু হয় অমরের। তাঁর দেহ আটকে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, তাঁরাও তৃণমূল করেন। তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামী এই হামলার পিছনে রয়েছেন বলে তাঁদের দাবি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অমরের দেহ কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। বোমার আঘাতে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। আরও এক জনের সামান্য আঘাত রয়েছে। এলাকা ঘিরে তল্লাশি চলছে। অভিযুক্তদের গ্রেফতার করা ও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা প্রথম কাজ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement