BSF

বিদেশি মুদ্রা পাচারের ছক বানচাল, বাজেয়াপ্ত ৭.৫ লক্ষ বাংলাদেশি মুদ্রা

পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। নদিয়ার মাটিয়ারী সীমা চৌকি এলাকার ঘটনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২৩:২০
Share:

ফাইল চিত্র।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র তৎপরতায় বাজেয়াপ্ত হল সাড়ে ৭.৫ লক্ষ বাংলাদেশি মুদ্রা। পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। নদিয়ার মাটিয়ারী সীমা চৌকি এলাকার ঘটনার। বাজেয়াপ্ত মুদ্রা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বানপুর শুল্ক দফতরের হাতে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, গোয়েন্দা দফতরের তথ্যের ভিত্তিতে বিএসএফের ভি ব্যাটালিয়ন এলাকায় খবর পৌঁছয়, চার জন বাংলাদেশি নাগরিক কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে তাঁদের দেশের মুদ্রা পাচারের চেষ্টা করছেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন বাহিনীর জওয়ানরা। জওয়ানদের গতিবিধি টের পেয়ে জঙ্গলের মধ্যে গা-ঢাকা দেন পাচারকারীরা। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিএসএফ সাড়ে ৭ লক্ষ বাংলাদেশের মুদ্রা উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশি মুদ্রা বানপুর শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক একে আর্য বলেন, ‘‘ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ কারণে অপরাধের সঙ্গে জড়িতদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে। কিন্তু কোনও অবস্থাতেই এই এলাকা দিয়ে চোরাচালান হতে দেওয়া যাবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement