উদ্ধার হওয়া সোনা এবং ধৃত দুই মহিলাকে নিয়ে বিএসএফ। — নিজস্ব চিত্র।
পাচারের আগেই উদ্ধার সোনা। শিয়ালদহগামী লোকাল ট্রেনে হানা দিয়ে সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। উদ্ধার হয়েছে প্রায় দু’কেজি সোনা। যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। ঘটনায় দুই মহিলা-সহ তিন জনকে আটক করে স্থানীয় পুলিশের হাতে হস্তান্তর করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার মাজদিয়ার কাছে।
শিয়ালদহগামী গেদে লোকালে বিপুল পরিমাণে সোনা পাচার হচ্ছে, গোপন সূত্রে এই খবর পৌঁছয় সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা বিভাগের কাছে। এর পর বিএসএফের একটি বিশেষ দল শিয়ালদহগামী গেদে লোকালে সওয়ার দুই সন্দেহভাজন মহিলার উপর নজরদারি চালাতে থাকে। নদিয়া সীমানার কাছে মাজদিয়ায় সোনার হাতবদলের সময় সন্দেহভাজন মহিলাদের সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালিয়ে দু’টি প্যাকেটে ১৩টি সোনার বিস্কুট এবং একটি সোনার ইট উদ্ধার করে বিএসএফ। চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশকে হস্তান্তর করেছে বিএসএফ।
জানা গিয়েছে, মঙ্গলবার ওই লোকাল ট্রেনে বিপুল পরিমাণে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিএসএফের একটি দল ওই ট্রেনে দুই সন্দেহভাজন মহিলাদের মহিলাকে সূত্রের দেওয়া ছবি মিলিয়ে নজরদারি চালাতে থাকে। দুই সন্দেহভাজন মহিলা ময়ূরহাট হল্ট স্টেশনে নামার পরিকল্পনা করেন। সেখানে এক ব্যক্তিকে ১.৯২৯ কেজি সোনা হস্তান্তর করতে গেলে তাঁদের হাতেনাতে পাকড়াও করে বিএসএফ। উদ্ধার হয় সোনার বিস্কুট ও সোনার ইট। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৭৫৫ টাকা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পদ্ম মণ্ডল, মিঠু বিশ্বাস এবং বিশু মণ্ডল। তাঁরা নদিয়ার সীমান্ত এলাকারই বাসিন্দা। যে ব্যক্তিকে সোনা পাচার করার কথা ছিল তাঁর খোঁজ চালাচ্ছেন বিএসএফের গোয়েন্দারা।