গঙ্গায় ভাঙন। নিজস্ব চিত্র।
নতুন করে আবার ভাঙন শুরু হয়েছে গঙ্গায়। মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের অন্তর্গত কামালপুর গ্রামে গঙ্গার পাড়ে দেখা দিয়েছে ভাঙন। যার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বুধবার রাত থেকে গঙ্গার ভাঙন বেশি করে শুরু হয়। কনকনে ঠান্ডার মধ্যে প্লাবনের আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে গ্রামবাসীদের। তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত গঙ্গা গ্রাস করেছে ৬টি বাড়ি। আরও বেশ কয়েকটি বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরাক্কাতে গঙ্গার ভাঙন নতুন কিছু নয়। গঙ্গার জলস্তর বেড়ে মাসখানেক আগে ভাঙনের মুখে পড়েছিলেন কুলিদিয়া গ্রামের বাসিন্দারা। পাশাপাশি হোসেনপুর এবং ধানঘরা গ্রামে ভাঙন শুরু হয়েছে বুধবার রাত থেকে। ভাঙনের কবলে সেখানে প্রায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত। বাড়ির পাশাপাশি ২০০ মিটারের একটি ঢালাই রাস্তাও গিলেছে গঙ্গা। পাশাপাশি একটি উপ-স্বাস্থকেন্দ্র নদীর বক্ষে ঝুলছে। শীতের মধ্যেই এই ভাঙন তাই ঘুম উড়িয়েছে সেখানকার বাসিন্দাদের।
আরও পড়ুন: শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করল জামাইবাবু