পাইপগান নিয়ে ধৃত বিজেপির পঞ্চায়েত সদস্য

পুলিশের দাবি: স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ভবেশ অস্ত্র দিয়ে বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছেন। অস্ত্র দিয়ে লোকজনকে ভয় দেখানোর কথা তিনি স্বীকার করেছেন। কোথা থেকে তিনি অস্ত্র পেলেন, তা জানতে তদন্ত হচ্ছে।   

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৭
Share:

বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে অস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। নাম ভবেশ মুখোপাধ্যায়। তাঁর বাড়ি রানাঘাট থানার পূর্ণনগরে। তিনি রানাঘাট ২ ব্লকের নোকারি গ্রাম পঞ্চায়েতের সদস্য।

Advertisement

পুলিশ জানায়, সোমবার রাতে বাড়ির কাছে রাস্তার ধার থেকে ভবেশকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান এবং একটি কার্তুজ পাওয়া গিয়েছে। মঙ্গলবার রানাঘাট আদালতে হাজির করানো হলে তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৭ সেপ্টেম্বর আদালতে কেস ডায়েরি জমা দিতে বলা হয়েছে পুলিশ। ২২ অক্টোবর ভবেশকে ফের আদালতে হাজির করানো হবে।

পুলিশের দাবি: স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ভবেশ অস্ত্র দিয়ে বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছেন। অস্ত্র দিয়ে লোকজনকে ভয় দেখানোর কথা তিনি স্বীকার করেছেন। কোথা থেকে তিনি অস্ত্র পেলেন, তা জানতে তদন্ত হচ্ছে।

Advertisement

তৃণমূল পরিচালিত নোকারি পঞ্চায়েতে বিজেপির দু’জন সদস্য। ভবেশ তাঁদের এক জন। বিজেপির জেলা সম্পাদক অশোক বিশ্বাসের দাবি, “ভবেশ এলাকায় ভাল ছেলে বলে পরিচিত। মানুষের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। তার প্রভাবে ওখানে আমাদের দলের শক্তি ক্রমশ বাড়ছে। সে কারণে তৃণমূল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। ভবেশ এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না।”

রানাঘাট ২ ব্লক তৃণমূল সভাপতি দেবাঞ্জন গুহঠাকুরতা পাল্টা বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। পুলিশ ওই গ্রেফতার করেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement