BJP

কান্দিতে বিজেপি-র মিছিল আটকে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ, কান্দি বাজারে মিছিল পৌঁছতেই তা আটকে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৭:৪২
Share:

কান্দিতে বিজেপির মিছিল। নিজস্ব চিত্র।

‘আর নয় অন্যায়’ স্লোগান তুলে রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি চালাচ্ছে বিজেপি। বুধবার এই স্লোগান তুলেই মুর্শিদাবাদের কান্দিতে মিছিলে বেরোন দলের কর্মী, সমর্থকরা। কান্দি জেমো থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ।

Advertisement

অভিযোগ, কান্দি বাজারে মিছিল পৌঁছতেই তা আটকে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ দেখান মিছিলে অংশগ্রহণকারী কর্মী, সমর্থকরা। বেশ কিছু ক্ষণ টানাপড়েনের পর ফের মিছিল শুরু করেন বিজেপি নেতৃত্ব।

যদিও মিছিল আটকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি জয়দেব ঘটক বলেন, “এই নোংরা রাজনীতি তৃণমূল করে না। আমরা মিছিল আটকাইনি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement