বিতর্কিত মন্তব্য অসীম সরকার। নিজস্ব ছবি।
পঞ্চায়েত নির্বাচনে অবাধে ভোটের স্বার্থে দলীয় কর্মীদের বোমা মারার নিদান দিলেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। দলের কর্মিসভা থেকে বিধায়কের বেলাগাম হুঁশিয়ারি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
শনিবার হরিণঘাটার ব্লকের কাষ্ঠোডাঙা পঞ্চায়েতের নিমতলা অঞ্চলের বিজেপির একটি কর্মিসভা ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে গিয়েছিলেন। সেই মঞ্চ থেকে অসীম বলেন, ‘‘আমাদের ভোটারদের ভয় দেখালে এবং একটাও বোমা ফাটালে, আমরা দশটা ফাটাব। ওরা একটা গুলি মারলে, আমরা দশটা গুলি মারার ক্ষমতা অর্জন করব। কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব।’’
অসীম যখন মঞ্চে বক্তৃতা করছিলেন, তখন অবশ্য সেখানে শুভেন্দু ছিলেন না। বিজেপি বিধায়কের ওই মন্তব্য প্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘উনি তো সমাজবিরোধীদের ভাষায় কথা বলছেন! গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ভাষা সন্ত্রাস কাম্য নয়।’’
তাঁর মন্তব্য নিয়ে বিতর্কের প্রেক্ষিতে অসীমের সাফাই, ‘‘সন্ত্রাস হলে প্রতিরোধ হবে— এটাই বোঝাতে চেয়েছি। শব্দচয়নে কিছু ভুল হতে পারে।’’