BJP

ফাঁসানো হয়েছে, বললেন রাজীব

তৃণমূল সরকারের আমলে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৫:২৫
Share:

চাকদহে রাজীব। নিজস্ব চিত্র।

মন্ত্রী থাকার সময়ে তাঁকে রাজ্যের উন্নয়ন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার নদিয়ার চাকদহের বিষ্ণুপুর হাইস্কুলের মাঠে বিজেপির পরিবর্তন যাত্রার জন্য আয়োজিত এক সভায় বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

Advertisement

রাজীববাবুর অভিযোগ, ‘‘সেই সময় কেন্দ্রের জলসম্পদমন্ত্রী উমা ভারতী এই রাজ্যে এসেছিলেন। বিভিন্ন প্রকল্প দিতে চেয়েছিলেন। আমি তাঁর সঙ্গে আলোচনার জন্য দিল্লিতে যেতে চেয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিল্লি যেতে দেননি। কারণ, তিনি রাজ্যের উন্নয়ন চান না। তিনি রাজনৈতিক স্বার্থ বড় করে দেখেছিলেন।’’

তৃণমূল সরকারের আমলে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও গুরুতর অভিযোগ এনেছেন তিনি। বলেছেন, “তৃণমূলে থাকার সময়ে দেখেছি, যাঁরা আমাদের দল করতেন না তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি এর প্রতিবাদ করেছিলাম। কেউ বিরোধী দল করতেই পারে, তাই বলে সে আমার শত্রু হতে পারে না।’’

Advertisement

সরস্বতী পুজোর দিনই ‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’ প্রকাশিত শিক্ষক-চিকিৎসক নিয়োগের তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়। এতে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। ক্ষোভ জানিয়েছেন সরকারি চিকিৎসকদের একটা বড় অংশ। সেই ঘটনার কথা টেনে রাজীববাবু এ দিন মন্তব্য করেন, ‘‘৬৪৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যের মন্ত্রী নির্মল মাজির ছেলে, ছেলের বউ-সহ অনেকের নাম রয়েছে। এমডি, এমএস-রা সুযোগ পাননি। বড় ঘোটালা হয়েছে। আমরা এই তালিকা বাতিলের দাবি জানাচ্ছি। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement