CPM

এগিয়ে সিপিএম! বিজেপি সব আসনে প্রার্থীই দিতে পারল না তেহট্টের সমবায় নির্বাচনে

রবিবার তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন। এই সমবায়ে মোট আসন ৭২। সেখানে মাত্র ৩৪ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৬
Share:

সব আসনে প্রার্থী দিতে পারল না বিজেপি। প্রতীকী চিত্র।

পঞ্চায়েত নির্বাচনের আগে নদিয়ার তেহট্টের একটি সমবায় নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। সমবায়টির মোট আসনের অর্ধেক আসনে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। তবে শাসকদল তো বটেই, ওই সমবায়ের পরিচালন সমিতির সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল এবং সিপিএম। ফলে বেশির ভাগ আসনে লড়াই হবে দ্বিমুখী।

Advertisement

রবিবার তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন। এই সমবায়ে মোট আসন ৭২। ভোটার সংখ্যা ১৭৯৯ জন। গত পঞ্চায়েত নির্বাচনে ২১টির মধ্যে বিজেপি পেয়েছিল ১০টি আসন। গত বিধানসভা ভোটেও তেহট্ট গ্রাম পঞ্চায়েতে এগিয়ে ছিল বিজেপি। ওই এলাকায় খাতায়কলমে শক্তিশালী বিজেপি। সেই দল এ বার সমবায় সমিতির ভোটে প্রার্থী দিয়েছে মাত্র ৩৪টি আসনে। এই নিয়ে বিজেপির তেহট্টের বিজেপি নেতা অভিজিৎ দেবনাথ বলেন, ‘‘সমবায় ভোটে আমরা আগে লড়াই করিনি। এ বার প্রথম লড়ছি। প্রথম লড়াই করতে গিয়ে ৩৪ আসনে প্রার্থী দিতে পেরেছি। এই আসনগুলিতে ভাল লড়াই হবে।’’

গত নির্বাচনে সিপিএম সমর্থিত প্রার্থীরা দখল নিয়েছিলেন ওই সমবায়ের। এই নিয়ে তেহট্টের সিপিএম নেতা সুবোধ বিশ্বাস বলেন, ‘‘এ বারের ভোটে আমরাই জিতব। বিজেপি বা তৃণমূল কোনও ব্যাপার নয়। বিজেপির লোক কোথায় প্রার্থী হওয়ার?’’

Advertisement

জয়ের আশায় শাসকদলও। তৃণমূল নেতা বিশ্বরূপ রায়ের কথায়, ‘‘আমরা দলীয় প্রার্থীদের জেতানোর কথা চিন্তা করছি। কোন দল কী করল, তা নিয়ে ভাবার সময় নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement