শিল্পমন্ত্রী শশী পাঁজা। —ফাইল চিত্র।
শিল্পের জন্য সরকার যে সরাসরি জমি অধিগ্রহণ করবে না, তা ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। শনিবার বস্ত্রশিল্পের এক সংগঠনের সভায় তিনি বলেন, “রাজ্যের হাতে যে জমি রয়েছে, তা পছন্দ করে তাতে আপনারা লগ্নি করুন। সরকার সবরকম সহায়তা দেবে। কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রের পছন্দমতো জমি সরকারের হাতে না থাকলে, সেই জমি অধিগ্রহণ করা হবে না।” তিনি জানান, বস্ত্রশিল্পের জন্য ইতিমধ্যেই বেলেঘাটায় পরিধান বস্ত্র পার্ক তৈরি করেছে রাজ্যে। যাতে ২৫৬ কোটি টাকা লগ্নিও হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষে কর্মসংস্থান হয়েছে ২৮ হাজারের বেশি।
যদিও এ দিন সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি হরিকৃষ্ণ রাঠি সরকারের কাছে বস্ত্র পার্ক তৈরির জন্য জমির আবেদন করেছেন। তিনি জানান, রাজ্য ৫০-১০০ একর জমি দিলে নিজেদের উদ্যোগে বস্ত্র পার্ক তৈরি করবেন তাঁরা। যেমন বারাসতে ৪০ একর জমিতে ১০০০ কোটি টাকার বেশি লগ্নি করে বেসরকারি বস্ত্র পার্ক তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গেই শিল্পমন্ত্রীর স্পষ্ট বার্তা, “সরকারের হাতে থাকা জমিতেই শিল্পতালুক বা পার্ক করতে হবে। এমন অনেক জমি আছে। সেখান থেকে পছন্দ করুন। কিন্তু অন্য জমিতে লগ্নি করতে চাইলে নিজেদের কিনতে হবে। সরকার হস্তক্ষেপ করবে না।”
একই সঙ্গে শশী জানান, বস্ত্র ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যে বস্ত্র হাবের ঘোষণা করেছেন। তা বাস্তবায়িত হলে বস্ত্র ক্ষেত্রের সম্পূর্ণ চিত্রটাই বদলে যাবে।