মুর্শিদাবাদে বন্ধ সমর্থকদের মিছিল। নিজস্ব চিত্র।
ভারত বন্ধের ভাল সাড়া মিলল মুর্শিদাবাদ জেলা জুড়ে। কৃষক সংগঠনের ডাকা এই বন্ধে জেলা জুড়ে রাস্তায় সে ভাবে কোনও যানবাহন দেখা যায়নি। দোকান-বাজারও প্রায় সব বন্ধ ছিল। সরকারি অফিসগুলিতেও হাজিরা অন্য দিনের থেকে চোখে পড়ার মতো কম ছিল।
অল ইন্ডিয়া কৃষক সভার পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শহরে বন্ধের সমর্থনে মিছিল বার করা হয়। সেই সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়ক কিছু ক্ষণের জন্য অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে। তবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
জেলা জুড়ে কোথাও কোনও গোলমালের খবর মেলেনি। এক কথায় কৃষকদের ডাকা এই বন্ধ মুর্শিদাবাদ জেলা জুড়ে ছিলই সর্বাত্মক ও শান্তিপূর্ণ। তবে বন্ধকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বহরমপুর জঙ্গিপুর লালবাগ ও কান্দি-সহ জেলার সর্বত্র প্রচুর পুলিশ মোতায়েন ছিল।