Fraud

ATM fraud: পকেটে বিভিন্ন ব্যাঙ্কের ৩৫টি এটিএম কার্ড! কৃষ্ণনগরে প্রতারণার অভিযোগে আটক এক

এক ব্যক্তির কাছ থেকে এটিএম কার্ড চেয়ে তাঁকে অন্য কার্ড ফেরত দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে যান ওই ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার ৩৫টি এটিএম কার্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২২:৩৬
Share:

নিজস্ব চিত্র।

এটিএম চুরি করার অভিযোগে নদিয়ার কৃষ্ণনগরে ধৃত এক ব্যক্তি। শুভেন্দ্রনাথ বাগচীর বিরুদ্ধে অভিযোগ, তিনি এটিএমে টাকা তুলতে আসা এক ব্যক্তির এটিএম কার্ড নিয়ে ফেরত দেন অন্য একটি এটিএম কার্ড। সেই ব্যক্তি বুঝতে পেরে অভিযুক্তকে ধাওয়া করেন। ধরা পড়ার পর তল্লাশিতে দেখা যায়, তাঁর কাছে ৩৫টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য, তিনি ভুল করে ফেলে যাওয়া এটিএম কার্ড সংগ্রহ করে রাখেন। যদিও এ কথা মানতে নারাজ স্থানীয় এবং পথ চলতি লোকেরা। স্থানীয়রাই থানায় খবর দেন। কোতোয়ালি থানায় পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement