—ফাইল চিত্র।
বাড়িতে বিশ্বকাপ ফাইনাল দেখছিলেন সকলে। লাগাতার ভারতের উইকেট পড়তে থাকায় উৎকণ্ঠা বাড়ছিল সকলের মধ্যে। কিন্তু একমাত্র ভরসা ছিলেন বিরাট কোহলি। অর্ধশতরান করার পর তিনিও আউট হতেই বুকে ব্যথা শুরু হয় বৃদ্ধের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হল তাঁর।
মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা। রবিবার নিজের বাড়িতেই পরিবারের লোকেদের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখছিলেন ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। খেলা দেখতে দেখতেই অসুস্থ হয়ে পরে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর থেকেই ঘামতে শুরু করেছিলেন বৃদ্ধ। তার পর ভীষণ ভাবে অস্থির হয়ে পড়ছিলেন একের পর এক উইকেট পড়তে থাকায়। বিরাট আউট হতেই তিনি উঠে ছাদে চলে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সুকুমারের।
পরিবারের লোকেরা জানান, সুকুমার ক্রিকেট অনুরাগী। এই খেলার সঙ্গে নিজেও দীর্ঘকাল যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কয়েক দিন ধরেই শুধু ফাইনাল ম্যাচের কথা বলছিল। ভারতের উইকেট পড়তে থাকায় ভীষণ ভাবে ঘামতে শুরু করে আমার স্বামী। ছটফট করছিল। বিরাট কোহলি আউট হওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয়।’’ ক্রিকেটের সূত্রে সুকুমারের দীর্ঘ দিনের পরিচিত প্রবীর সাহা বলেন, ‘‘সুকুমারবাবু ক্রিকেটপ্রেমী। পাড়ার ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট— বড় অনুরাগী ছিলেন।’’