Nakashipara

বিবাদের জেরে খুন যুবক

পুলিশ জানিয়েছে, নিহত আবদার শেখ খুন ও অপহরণের মতো একাধিক মামলায় অভিযুক্ত। জামিনে মুক্তি পেয়ে সে বাড়িতে ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০৫:৫১
Share:

শোকে ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়েরা। নিজস্ব চিত্র।

পাওনা টাকা চাইতে গিয়ে ঝগড়া ও তার জেরে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম আবদার শেখ (৩৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নাকাশিপাড়ার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের পদুমার গ্রামের পদ্মপুকুর পাড়ায়।

Advertisement

পুলিশ জানিয়েছে, পেশায় মাইক ব্যবসায়ী আবদার শেখের কাকা আয়োব শেখ পদ্মপুকুর পাড়ায় এক জনের থেকে নিজের পাওনা টাকা চাইতে গেলে তাঁকে প্রথমে হেনস্থা করা হয়। বাড়ি ফিরে তিনি ভাগ্নে আবদারকে নিয়ে আবার ওই পাড়ায় গেলে দুই পক্ষের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় হঠাৎ ওই গ্রামের বাসিন্দা মাফুজ শেখ ধারালো অস্ত্র বের করে আবদারের বুকে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। বেথুয়াড়হরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কৃষ্ণনগরে রেফার করেন। পরিবারের কথায়, কৃষ্ণনগর যাওয়ার পথেই মৃত্যু হয় আবদারের। তাঁর স্ত্রী থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহত আবদার শেখ খুন ও অপহরণের মতো একাধিক মামলায় অভিযুক্ত। জামিনে মুক্তি পেয়ে সে বাড়িতে ছিল। পুরনো কোনও বিবাদের জেরে এই খুন কিনা পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement