সভায় অধীর। নিজস্ব চিত্র।
আগামী বিধানসভা নির্বাচনে বাম- কংগ্রেস জোট হচ্ছে বলে প্রকাশ্য সভায় বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। শনিবার নওদার আমতলার সভায় অধীর বলেন, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে সমর্থন করবে সাধারণ মানুষ।’’ যা থেকে বাম- কংগ্রেস জোট যে হচ্ছেই তা ধরেই নিচ্ছেন রাজনীতির কারবারিরা। রবিবার বিকেলে জনসভা অনুষ্ঠিত হয় নওদার আমতলায়। এ দিন নওদা থেকে প্রায় তিন কিমি পায়ে হেঁটে মিছিল করে সভাস্থলে পৌঁছন অধীর চৌধুরী সহ দলীয় নেতা কর্মীরা।
এ দিনের সভায় কেন্দ্রের বিজেপি সরকার ও কৃষি আইনের প্রতিবাদে সরব হন তিনি। অধীর বলেন বাংলায় বিজেপির শক্তি বৃদ্ধির মুলে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এখন হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছেন বলেও কটাক্ষ করেছেন তিনি। কর্মীদের উদ্দেশ্য করে এদিনের সভায় তিনি বলেন, ‘‘রাজ্যটাকে 'যমের দুয়ারে' পাঠিয়ে দশ বছর বাদে এখন সরকার দুয়ারে আসার নাটক করছেন।’’ পরিযায়ী শ্রমিকেরা যখন খেতে পাচ্ছিলেন না তখন মুখ্যমন্ত্রী কি করছিলেন বলেও প্রশ্ন তোলেন অধীর। জেলা তৃণমূল সভাপতি আবু তাহেরের বাড়ির সামনে থেকে শুরু হওয়া মিছিলে কংগ্রেস কর্মীদের ভিড় দেখে নওদার বাসিন্দাদের একাংশের ধারণা কংগ্রেসের প্রতি নওদার মানুষের সমর্থন রয়েছে।
তৃণমূলের আবু তাহের খান বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করি। যাদের ভোট নিয়ে অধীর চৌধুরী সাংসদ হয়েছেন তাদের কথা তিনি ভাবেন কই। সামনে ভোট তাই উনি ঘোলা জলে মাছ ধরতে এসেছেন।’’