Adhir Ranjan Chowdhury

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণার দাবি অধীরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাতৃভাষা দিবসের দিন ছুটি ঘোষণার দাবি রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৮
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাতৃভাষা দিবসের দিন ছুটি ঘোষণার দাবি রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বাংলা ভাষাকে সম্মান জানাতে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়েই এই বিশেষ দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হোক বলে রবিবার সাংবাদিকদের কাছে জানান তিনি।

Advertisement

রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে খানিকটা ব্যঙ্গের সুরেই বলেন, ‘‘উনি শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। কারণ তাঁর প্রতিশ্রুতি দিতে কোনও বাধা নেই। অথচ এই বাংলা ভাষার জন্যই একটি আলাদা দেশ গঠিত হল। সে দেশে একমাস যাবৎ নানা উৎসব চলে। তাই পশ্চিমবঙ্গেও বাংলা ভাষাকে উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement