মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহেরের প্রচারে দেওয়াল লিখন। নিজস্ব চিত্র
মুর্শিদাবাদ কেন্দ্রের দলীয় প্রার্থী হিসেবে সাংসদ বদরুদ্দোজা খানের নাম ঘোষণা করেছে সিপিএম। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের ২৫টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তাতে অবশ্য মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর কেন্দ্রকে কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে সিপিএম।
মুর্শিদাবাদ জেলা সিপিএম নেতৃ্ত্বের দাবি, দুই দলের সর্বোচ্চ নেতৃত্ব আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএমের প্রার্থী থাকবে, বহরমপুর ও জঙ্গিপুর কেন্দ্রে কংগ্রেসকে আমরা সমর্থন করব। এ প্রসঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘‘আমি সিপিএম-কংগ্রেস জোটের কখনও বিরোধীতা করিনি। দলের সর্বোচ্চ নেতৃত্ব যা চাইবে তাই হবে।’’ তাঁর দাবি, অবস্থার পরিবর্তন হয়েছে। তাই মুর্শিদাবাদ কেন্দ্র কংগ্রেসকে দিলে ভাল হয়। তিনি এ দিন বলছেন, ‘‘আবু হেনাকে প্রার্থীও ঠিক করেছিলাম। কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলব। এর আগে ২০১৬ সালে তো ওদের সাথে জোট করে লড়েছিলাম। সিপিএম মুর্শিদাবাদ কেন্দ্রে একা একা পারবে না। স্বাভাবিকভাবে আমাদের সমর্থন করতে হবে।’’
অন্য দিকে সিপিএমের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ‘‘কেউ কারও জয়ী আসনে প্রতিদ্বন্দ্বিতা করব না সিপিএম-কংগ্রেসের এটা পুরানো সিদ্ধান্ত। সেই মতো আগেই মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএমের প্রার্থী দেওয়া হয়েছে। জেলার বাকি দু’টি, বহরমপুর ও জঙ্গিপুর কেন্দ্রে কংগ্রেসকে আমরা সমর্থন দেব।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কংগ্রেস-সিপিএমের জোট প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা বলেন, ‘‘ওরা একা লড়ুক বা জোট করে লড়াই করুক তাতে লাভ কিছু হবে না। এক দিকে উন্নয়ন অন্য দিকে দলনেত্রীর প্রতি মানুষের সমর্থন আমাদের পক্ষে ঝড় তুলবে।’’